
মঙ্গলবার ০৬ মে ২০২৫
মিল্টন সেন, হুগলি: গত বছর বই বিক্রি একটুর জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রায় পৌঁছয়নি। কিন্তু এবছর সেই লক্ষ্যমাত্রা পঞ্চাশ লাখ অতিক্রম করবে। রেকর্ড গড়বে হুগলি–চুঁচুড়া বইমেলা। সামগ্রিকভাবে কলকাতা বইমেলার পর রাজ্যের মধ্যে দ্বিতীয় অন্যতম বইমেলা হয়ে ওঠার লক্ষ্যে অনেকটাই এগিয়েছে হুগলি–চুঁচুড়া বইমেলা। বৃহস্পতিবার চুঁচুড়া জ্যোতিষ ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনই দাবি করেছেন মেলার যুগ্ম সম্পাদক গোপাল চাকি। এদিন তিনি বলেছেন বইয়ের স্টলের সংখ্যা গত বছরের তুলনায় অনেক বেড়েছে। লিটল ম্যাগাজিন এবং কলকাতা সহ রাজ্য দেশের বিভিন্ন নামীদামী প্রকাশনা সংস্থা নিয়ে এবছর মেলায় থাকছে ১২০টি স্টল। স্বাভাবিকভাবেই এবছর বই বিক্রি গত সব বছরের তুলনায় বাড়বে কয়েক গুণ।
চিরাচরিত প্রথা অনুযায়ী গত ৩ ডিসেম্বর পদযাত্রা ‘বইয়ের জন্য হাঁটুন’ অনুষ্ঠিত হয়েছে। শহরের বইপ্রেমী অসংখ্য মানুষের স্বতস্ফূর্ত যোগদানে সমৃদ্ধ হয়েছে সেই পদযাত্রা। আগামী ১৪ ডিসেম্বর শুরু হতে চলেছে ১৬ তম হুগলি–চুঁচুড়া বইমেলা। মেলা চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। গোপাল বাবু জানিয়েছেন এবছর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিশিষ্ঠ সাহিত্যিক উল্লাস মল্লিক। থাকবেন বিশিষ্ট সাহিত্যিক বিনোদ ঘোষাল। এই বছর প্রকাশনা সংস্থা, লিটল ম্যাগাজিন, স্কুল, ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয় সহ নানান বাণিজ্যিক স্টল থাকছে মেলায়।
এবছর মেলায় থাকছে সদ্য প্রয়াত সাহিত্যিক অরুণ কুমার চক্রবর্তী স্মরণে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন এবং মেলার আর্ট গ্যালারি হচ্ছে মৌ রায়চৌধুরী স্মরণে। একইসঙ্গে প্রতিদিনের আলোচনাসভা অনুষ্ঠিত হবে প্রয়াত সাহিত্যিক সমরেশ বসু শতবর্ষ সভাঘরে। মেলার উদ্বোধনী মঞ্চ থেকে ৬২ জন ছাত্রছাত্রীকে মেধাবৃত্তি প্রদান করা হবে। এছাড়া ৩ থেকে ১০ বছরের শিশুদের জন্য থাকছে জনপ্রিয় হইচই অনুষ্ঠান।
বাংলা বইয়ের বিক্রি বাড়াতে বইমেলা কর্তৃপক্ষের তরফে অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মেলা চলাকালীন প্রতিদিন প্রথম ১০ জন বাংলা বই ক্রেতাকে মেলা কর্তৃপক্ষের তরফে ২০০ টাকা করে ভর্তুকি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি চলবে মেলার সভাঘরে নানান বিষয় নিয়ে আলোচনা। বসবে স্বরচিত কবিতা এবং গল্পপাঠের আসর। মেলা চলাকালীন প্রতিদিন মেলার মূল মঞ্চে থাকবে আমন্ত্রিত নামীদামী শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান। গোপাল বাবু আশাবাদী এবছরের বইমেলা বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সাফল্যের নিরিখে অতীতের সব রেকর্ড ভেঙে দিতে সক্ষম হবে।
ছবি: পার্থ রাহা
চিকিৎসা শুরু হতেই ভবঘুরে মহিলার ফিরল স্মৃতিশক্তি, দাদার বাড়ি ফিরে গেল সে
একা বা অসাবধান অবস্থায় সীমান্তে যাবেন না, কৃষকদের সতর্ক করল পুলিশ
বক্সা ব্যাঘ্র প্রকল্পের হরিণ শিকার করে সেই মাংস দিয়ে বনভোজন, গ্রেপ্তার তিন অভিযুক্ত
ঠিক যেন সিনেমা, মৃত প্রেমিকাকে বিয়ে যুবকের! স্থবির দেহেই হল সিঁদুরদান-মালাবদল
দীর্ঘ ৪৮ বছর এই ব্যাঙ্কের ক্ষমতা ধরে রেখেছিল এসইউসিআই, এবার হল পালাবদল
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর শুরুর আগে বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠে বসানো হলো সেনাবাহিনীর অত্যাধুনিক ট্যাঙ্ক
মাধ্যমিক শুরুর আগে পিতৃহারা, ৬৩৭ নম্বর পেয়েও বিজ্ঞান নিয়ে পড়তে অর্থনৈতিক বাধার সম্মুখীন হাওড়ার স্নেহা
১৯৮০ সালে টুরিস্ট ভিসায় পাকিস্তান থেকে ভারতে, ৪৫ বছর ধরে ভোট দিচ্ছেন চন্দননগরের ফতেমা বিবি
ভারতে আটক পাক রেঞ্জার, তবে কি এবার মুক্তি মিলবে? আশার আলো দেখছেন পূর্ণমের স্ত্রী
ভয়াবহ দুর্ঘটনা, আর তাতেই প্রকাশ্যে এল গরু পাচারের নয়া রুট! লালবাগ-সাহাপুর ঘাটে চাঞ্চল্য
সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক
তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের
টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক
মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার
দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে